মুন্সীগঞ্জ নাগরিক কমিটির বিজয় উৎসব
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১২:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটি আয়োজন করে বিজয় উৎসবের। শনিবার রাতে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় আয়োজিত বিজয় উৎসবে চলে আলোচনা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আরিফ উল ইসলাম, শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল বিন সামাদ শুভ্র, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির সদস্য সচিব জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম স্বপন (খোকা), মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোজাম্মেল হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ চারুকলা সংস্থার সাধারণ সম্পাদক, সংগীত শিল্পী সোনিয়া হাবিব লাবনী, জেলা অনিয়মিত সাহিত্য ও অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আরিফ মোড়ল, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সংগীতশিল্পী এডভোকেট আক্তারুজ্জামান আবুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান, সারে গা মা পা'র সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক যন্ত্রশিল্পী গোবিন্দ চন্দ্র মন্ডল, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, সেতুবন্ধন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আলম, এডভোকেট আরফান সরকার, নুরপুর আদর্শ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক তাইফুর রহমান শান্ত, নৃত্যসারথী পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
