Logo
Logo
×

সারাদেশ

আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল শিশুর

Icon

কুমিল্লা ব্যুরো 

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:৫২ এএম

আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার মনোহরগঞ্জে আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মো. শাওন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাওন (১১) খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জয়ের পর সড়কে নেমে একদল কিশোর আনন্দ মিছিল এবং উল্লাস করতে থাকে। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল শাওনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

লালমাই হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক জানান, আর্জেন্টিনার জয়ে আনন্দ করার সময় খিলা ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) গুরুতর আহত হন। 

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম