Logo
Logo
×

সারাদেশ

কচুয়া আ.লীগের সভাপতি শিশির সম্পাদক সোহাগ

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০২:১৯ পিএম

কচুয়া আ.লীগের সভাপতি শিশির সম্পাদক সোহাগ

ভোটের মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচন করা হয়েছে। সোমবার চাঁদপুর জেলা ক্রীড়া কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ৪৮৫ ভোটারের মধ্যে ৪৫০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ২৪১ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশির নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইয়ুব আলী পাটওয়ারী পেয়েছেন ১৫৬ ভোট ও হুমায়ুন কবির মিয়াজী পেয়েছেন ৫৩ ভোট।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হেলাল উদ্দিন নির্বাচিত হন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব, চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা মো. গোলাম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব শেষে বিকাল ৩টায় দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন বসার প্রস্তুতিকালে কেন্দ্রীয় নেতারা জেলা নেতাদের সঙ্গে পরামর্শ করে কাউন্সিল অধিবেশন স্থগিত  রাখেন। সোমবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া কার্যালয়ে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম