Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে চিনি-চুন দিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়!

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৪:০৪ পিএম

মানিকগঞ্জে চিনি-চুন দিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়!

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় চিনি আর চুন দিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। আর এই ভেজাল গুড়ের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, শিবালয় উপজেলার ধানধারা এলাকায় অল্প খেজুর রসের সঙ্গে চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় প্রস্তুতকালে হাতেনাতে ধরা হয় এবং প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।

তিনি জানান, রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী মশগুল হোসেন এই গুড় তৈরির কারিগর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সতর্ক করা হয়েছে বেশ কিছু গুড় ব্যবসায়ীকে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, হরিরামপুর থানা পুলিশ এবং মানিকগঞ্জের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বার্থে ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম