Logo
Logo
×

সারাদেশ

ডাকাতের সহযোগী ৫ আ.লীগ নেতাকে বহিষ্কার

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯ পিএম

ডাকাতের সহযোগী ৫ আ.লীগ নেতাকে বহিষ্কার

যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর বরিশালের মেহেন্দিগঞ্জে ৫ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান। 

চলতি মাসের প্রথম সপ্তাহে মেহেন্দিগঞ্জের মেঘনা তীরবর্তী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নাঈম দেওয়ানকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের গডফাদার ও সহযোগী হিসেবে ৫ আওয়ামী লীগ ও যুবলীগ নেতার নাম প্রকাশ করে নাঈম।

এ নিয়ে গত সোমবার ২৪ ডিসেম্বর একটি বিস্তারিত সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর। সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় ওই ৫ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ।

কামাল উদ্দিন খান জানান, উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের জন্য দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ দেওয়ান, ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোশারেফ আকন, দলীয় কর্মী বাচ্চু ও কাশেম দেওয়ানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম