রূপগঞ্জে সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৩:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান টিভির সাংবাদিক রিপন মিয়ার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
রোববার সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনের তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন তিনি।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হলে পুলিশ আবু তাহের নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ।
হামলায় আহত সংবাদকর্মী রিপন মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে মাঝিনা এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবু তাহের, গোয়ালপাড়া এলাকার আলীর ছেলে সবুজ মিয়া, নায়েব আলীর ছেলে শামীম, মেয়ে শিউলিসহ অজ্ঞাত আরও ৭-৮ জন জলসিঁড়ি এলাকায় তার ওপর হামলা করে। এ সময় তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।
পাশাপাশি লাঠি দিয়ে পিটিয়ে বাম হাতের কব্জির হাড় ভেঙে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের মধ্যে রোববার রাতে আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
