Logo
Logo
×

সারাদেশ

নৌকার প্রার্থীর মনোনয়ন জমা দিতে সঙ্গী হলেন চিত্রনায়িকা মাহি

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:১৮ পিএম

নৌকার প্রার্থীর মনোনয়ন জমা দিতে সঙ্গী হলেন চিত্রনায়িকা মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জিয়ার মনোনয়নপত্র দাখিলে সঙ্গী হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান।

তিনি বুধবার দুপুর সাড়ে ৩টায় গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান তার মনোনয়নপত্র জমা নেন।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আরও ছয়জন মনোনয়নপত্র তুলেছেন বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। তারা হলেন- মোহাম্মদ আলী সরকার, খুরশিদ আলম, বিএনএফ নেতা নবিউল ইসলাম, আমানুল্লাহ আল মাসুদ, আব্দুর রাজ্জাক ও গোলাম মোস্তফা। বিএনপির এমপি আমিনুল ইসলাম পদত্যাগ করায় আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এছাড়া বিএনএফ নেতা কামরুজ্জামান খান, স্বতন্ত্র প্রার্থী তাহরিমা, আমানুল হক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম