Logo
Logo
×

সারাদেশ

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ১০:৪০ পিএম

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরের পর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। 

মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম, জাকের পার্টির এমদাদুল হক ও স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়। 

বাছাই-প্রত্যাহার শেষে শূন্য আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।

বিএনপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় অন্যান্য আসনের মতো ঠাকুরগাঁও-৩ আসনটিও শূন্য হয়ে যায়। এ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন জাহিদুর রহমান জাহিদ।

ঠাকুরগাঁও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম