Logo
Logo
×

সারাদেশ

চুরি হওয়া ইজিবাইকে মিলল ফেনসিডিল, অতঃপর...

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৬:২৩ পিএম

চুরি হওয়া ইজিবাইকে মিলল ফেনসিডিল, অতঃপর...

বাড়ির উঠান থেকে চুরি হয়ে যায় ইজিবাইকটি। মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর মালিকের বিরুদ্ধে ২৫ বোতল ফেনসিডিলের মামলা দিয়েছে বিজিবি।

মঙ্গলবার চৌগাছা থানায় এ মামলা করেছেন হিজলী বর্ডার আউট পোস্ট (বিওপি) নায়েক মো. শামীম আহম্মেদ। মিথ্যা মামলায় নিরীহ দরিদ্র ইজিবাইক চালককে ফাঁসানোর ঘটনায় হতবাক হয়েছেন এলাকাবাসী।

ভুক্তভোগী আবদুর সালাম যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

বাদী হিজলী বিজিবি ক্যাম্পে নায়েক মো. শামীম আহম্মেদ মামলার এজাহারে উল্লেখ করেছেন, ১০ জানুয়ারি ভোর ৪টা ২০ মিনিটে চৌগাছা থানার বল্লভপুর গ্রামের কাঁচারাস্তার ওপর ইজিবাইকটি থামানোর সংকেত দেওয়া হয়। চালক আবদুর সালাম ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। তার ইজিবাইক তল্লাশি করে পেছনের সিটে ব্যাটারির পাশে বিশেষ কায়দায় সাজানো ভারতীয় ফেনসিডিলের ২৫ বোতল উদ্ধার করা হয়। এ মামলায় বিজিবির তিন সদস্যকে সাক্ষী করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিজিবি মামলার এজাহারে উল্লেখ করেছে- বল্লভপুর গ্রামের সন্তোষ ঘোষের জমির পাশ থেকে ইজিবাইক ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। প্রকৃতপক্ষে বল্লভপুর গ্রামে সন্তোষ ঘোষ নামে কোনো ব্যক্তি নেই। প্রকৃত ঘটনাস্থল সুখপুকুরিয়া হতে সাঞ্চাডাঙ্গা সড়কের বাগেরমাঠ; যা সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভিতরে বাগের মাঠের অবস্থান। অথচ এজাহারে উল্লেখ করা হয়েছে ঘটনাস্থল সীমান্তের ৫শ গজের মধ্যে; যা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে মামলার বাদী ও বিজিবি হিজলী ক্যাম্পের নায়েক মো. শামীম আহমেদ বলেন, সুখপুকুরিয়া হতে সাঞ্চাডাঙ্গা সড়কের বাগের মাঠ এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। চালক পালিয়ে যাওয়ায় চিনতে পারিনি। এজন্য মালিকের নামে মামলা হয়েছে।

এজাহারের ঘটনাস্থল বল্লভপুর উল্লেখ ও অসঙ্গতির বিষয়ে জানাতে চাইলে নায়েক মো. শামীম আহমেদ বলেন, ভোরে অভিযান চালানো হয়। ঠিকমত স্থান চিনতে পারিনি, এজন্য হয়তো ঘটনাস্থল ভুল হতে পারে। পাল্টা প্রশ্নের একপর্যায়ে ফোন কেটে দেন তিনি।

জানা যায়, আবদুর সালাম পৈতৃক ১৭ শতক জমি বন্ধক রেখে একটি ইজিবাইক কিনেছিলেন। সেই ইজিবাইক চালিয়ে সংসার চলে। বাড়ির উঠানে ইজিবাইকটি তালা মেরে সোমবার রাতে ঘুমিয়ে পড়েন আবদুর সালাম। চোরেরা তার ঘরের বাইরে থেকে দরজা আটকে রেখে ইজিবাইকটি নিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। বাইরে এসে দেখেন তার ইজিবাইকটা নেই।

একপর্যায়ে জানতে পারেন সুখপুকুরিয়া-পুড়াপাড়ার সড়কের বাগেরমাঠ নামক স্থানে ইজিবাইকটি ফেলে রেখে যায় চোরেরা। সেই ইজিবাইক উদ্ধার করেছে বিজিবির টহল দল। খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় ইউপি চেয়ারম্যান হবিবর রহমান, মেম্বর জাহাঙ্গীর আলমসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হিজলী বিজিবি ক্যাম্পে যান আবদুর সালাম। তখন বিজিবি ক্যাম্প থেকে জানানো হয়, ইজিবাইকটি থানায় হস্তান্তর করা হবে। সেখানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

বুধবার আবদুর সালাম খোঁজ নিয়ে জানতে পারেন, ইজিবাইক থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়েছে। বিজিবির সাজানো মিথ্যা মামলায় একজন নিরীহ মানুষকে ফাঁসানোর ঘটনায় হতবাক হয়েছেন এলাকাবাসী। আবদুর সালাম এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

ভুক্তভোগী আবদুর সালাম বলেন, আমার ইজিবাইক চুরি হয়েছে। খবর পেয়ে চেয়ারম্যান, মেম্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। তখনো বলেনি ইজিবাইকে ফেনসিডিল পাওয়া গেছে। আমাদের বলেছে থানা থেকে ইজিবাইক নিয়ে নিতে। পরে শুনছি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমি খেটে খাওয়া মানুষ। কোনো অপরাধের সঙ্গে জড়িত নই। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করার দাবি জানাচ্ছি। দোষী হলে যেকোনো শাস্তি আমি মাথা পেতে নেব।

এ বিষয়ে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, আবদুর সালাম এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। তার ইজিবাইকটি চুরি হয়েছিল। খবর পেয়ে স্থানীয় মেম্বর, গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আমিও বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। তখন বিজিবি বলেনি ওই ইজিবাইকে ফেনসিডিল পাওয়া গেছে। পরে শুনছি আবদুর সালামের নামে মাদক মামলা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার এসআই শাহীনুর রহমান শাহীন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইজিবাইক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম