Logo
Logo
×

সারাদেশ

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মাওলানা আব্দুর রবকে গ্রেফতার

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৫:১০ এএম

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মাওলানা আব্দুর রবকে গ্রেফতার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ মোট ১৭টি মামলায় এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে (৭০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার পিরোজপুর সদর থানার পুলিশ সন্ধ্যার পর তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে। এছাড়া এসব মামলার আসামি তার চার ছেলে বর্তমানে সবাই কারাগারে আটক রয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান।

গ্রেফতারকৃত মাওলানা আব্দুর রব খান এহসান গ্রুপের উপদেষ্টা এবং পিরোজপুর শহরের খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা ও জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার পরিচালক।

পুলিশ জানায়, পিরোজপুরে এহসান গ্রুপের নামে অর্থ আত্মসাতের যে মামলা ছিল সেই মামলায় তার নামে ১৭টি ওয়ারেন্ট রয়েছে। সদর থানা পুলিশ সন্ধ্যার পর তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান আরও জানান, মাওলানা আব্দুর রব খান ওয়ারেন্ট ভুক্ত একজন আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আত্মগোপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম