Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে স্বজন সমাবেশের উদ্যোগে কম্বল বিতরণ

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১১:০৩ পিএম

ঈশ্বরদীতে স্বজন সমাবেশের উদ্যোগে কম্বল বিতরণ

দেশের অন্যতম পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তরের দুই যুগপূর্তি উপলক্ষ্যে ঈশ্বরদীতে স্বজন সমাবেশের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

গত এক পক্ষকালব্যাপী ঈশ্বরদীতে হিমেল বাতাসের সঙ্গে শীতের হানায় নিম্নআয়ের মানুষজনের নিদারুণ কষ্টের পাশে দাঁড়াতে গত শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাসলা গুচ্ছগ্রামে পিছিয়ে পড়া অবহেলিত ৩০টি পরিবারের ৫০ জনকে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন ঈশ্বরদী শাখার স্বজনরা। 

অন্যান্যবারের মতো এবারো স্বজনদের সিদ্ধান্ত ছিল যেসব জায়গায় অসহায় মানুষের কাছে সহজে কেউ শীতবস্ত্র নিয়ে যায় না; তেমন জায়গায় গিয়ে সামর্থ্য অনুযায়ী স্বজনরা কম্বল বিতরণ করবেন। 

আলোচনার পর নাম উঠে আসে ঈশ্বরদী-পাবনা রেললাইনের ধারে অবস্থিত বাঘহাসলা গুচ্ছ গ্রামের। এই গ্রামটিতে টিনের ভাঙা ছাউনিতে তিনটি ব্যারাকে ৩০টি পরিবারের বসবাস। যারা সবাই সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া।

শীতবস্ত্র পেয়ে সত্তর বছর বয়সী নায়েব আলী বললেন, গ্রচ্ছগ্রামে থাকি বলে কেউ কখনো সাহায্য নিয়ে আসে না। বাবা তোমরাই প্রথম কেউ শীতের কাপড় নিয়ে আমাদের মাঝে এসেছো।

মহতি এই কাজের সময় উপস্থিত ছিলেন- স্বজন সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়ারেস শিপু, সহ-সভাপতি- খালেদ সাইফুল্লাহ কচি, জিল্লুর রহমান, মো. জিল্লুর রহমান (আশা), যুগ্ম সম্পাদক আহমেদ রাসেল, শরিফুল ইসলাম, সদস্য শাহিদুর রহমান শিহাব, শরিফুল আলম রনি, মাহমুদুর রহমান শিপন, লোকমান হোসেন, বিএম আলম, সুমন আলী, ইউনুস আলী, নিপুণ রয়, সঞ্জয় রায় পলাশ, শামিম হোসেন, মনোয়ার প্রমুখ।

পাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম