Logo
Logo
×

সারাদেশ

চিকিৎসার জন্য বের হয়ে না ফেরার দেশে ৯ মাসের অন্তঃসত্ত্বা চাঁদনী

Icon

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৭:৫৩ পিএম

চিকিৎসার জন্য বের হয়ে না ফেরার দেশে ৯ মাসের অন্তঃসত্ত্বা চাঁদনী

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় সিলেট মহাসড়কে বাসচাপায় চাঁদনী আক্তার নামে (৩০) ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। সোমবার দুপরে লাশ ময়নাতদন্তের পর ময়নামতি হাইওয়ে থানার পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

চাঁদনী আক্তার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার সমেষপুর গ্রামে সাহেব আলীর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা ওসি মিজানুর রহমান।

চাঁদনী আক্তার ৪ বছর ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য অটোরিকশায় ময়নামতি জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় একটি বাসের ধাক্কায় মারা যান ৯ মাসের অন্তঃসত্ত্বা চাঁদনী। তার সঙ্গে থাকা ৪ বছরের ছেলে আহত হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি যুগান্তরকে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম