প্রয়াত গীতিকার বিশু শিকদারের পরিবারের পাশে নগর বাউল জেমস
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের লোহাগড়ায় প্রয়াত গীতিকার বিশু শিকদার ওরফে সেলিম শিকদার শনিবার বিকালে মৃত্যুবরণ করেছেন। তার লেখা অসংখ্য গান গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী নগর বাউল জেমস।
গুণী এই গীতিকার বিশু শিকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের পাশে সমবেদনা জানাতে সোমবার বিকাল ৫টার দিকে লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামে ছুটে আসেন জনপ্রিয় সংগীত শিল্পী জেমস।
তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং প্রয়াত গীতিকারের স্ত্রী, দুই কন্যা সন্তানসহ পরিবারের খোঁজখবর নেন। এ সময় বিশুর দুই কন্যা সঙ্গীতা সুকন্যা ও জিমের যাবতীয় দায়িত্বভার বহন করবেন বলে পরিবারের লোকদের জানান। পরে তিনি সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেন।
নিহতের ভাই শাহ আলম শিকদার জানান, বিশু শিকদার জেমসের বিখ্যাত কিছু গান রচনা করেছিলেন। নগর বাউলের সহযোদ্ধাও ছিলেন তিনি। জেমস ও বিশু যৌথভাবেও অনেক গান রচনা করেছেন। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’ যৌথভাবে লিখেছেন বিশু। ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে এই জুটির গীতি কবিতার সূত্রপাত হয়।
তিনি বলেন, জেমসের সব অ্যালবামের বেশিরভাগ গানই বিশু শিকদারের লেখা। তার লেখা দুষ্টু ছেলের দল, বিজলী, যদি এই শীতে আমি মরে যাই, আমি তোমাদেরই লোক, সেলাই দিদিমনি, অবশেষে জেনেছি, তুফানসহ প্রায় ৫০টি গান জেমস গেয়েছেন।
এর আগে গত শনিবার বিশু শিকদারের মৃত্যুর খবর পেয়ে জনপ্রিয় গায়ক জেমস নিজের ফেসবুক আইডি থেকে গীতিকারের একটি ছবিসহ তার লেখা জনপ্রিয় গানের অংশ তুলে ধরেন।
‘যদি এই শীতে আমি মরে যাই
মনে রেখ আগামী শীতে
নতুন করে জন্ম নেব
হয়তো ফুল হয়ে
কোন পথের ধারে
হিমেল হাওয়া
চেতনার পাশ দিয়ে।’
