আ.লীগের শেকড় মাটির গভীরে: কৃষিমন্ত্রী
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি ২৭ দফা, ১০ দফা আবার এক দফার আন্দোলনে আওয়ামী লীগের বর্তমান সরকারকে পতনের হুমকি দেয়। আওয়ামী লীগ জনগণের সংগঠন, তৃণমূলের সংগঠন। মাটির গভীরে এর শেকড়। এত সহজে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি।
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে কৃষিমন্ত্রী বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অগণতান্ত্রিক সরকারবিরোধী আন্দোলনকে প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন কথা বলেছেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তি কোথায়, শেকড় কোথায় স্থানীয় সম্মেলনে নেতাকর্মী ও জনগণের উপস্থিতি দেখে বোঝা যায়।
ড. রাজ্জাক বলেছেন, ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না বলে ঘোষণা দিয়েছিল বিএনপি। বলেছিল- খালেদার নির্দেশে দেশ চলবে কিন্তু শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার এখন জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় তিনি এখন নিজ বাসায় অবস্থান করছেন।
সম্মেলনের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা। বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, আবদুল গফুর মন্টু, মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ডা. ফরহাদুল আলম মনি প্রমুখ।
