Logo
Logo
×

সারাদেশ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত নুরুল ইসলাম স্মরণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:২২ পিএম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত নুরুল ইসলাম স্মরণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে শেয়ার ব্লাড, সেভ লাইফ স্লোগান নিয়ে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরুল ইসলাম স্মরণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার বেজুড়ায় অবস্থিত যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে হুরাইন এইচটিএফ লিমিটেডের উদ্যোগে শনিবার সকাল থেকে দিনব্যাপী বিকাল পর্যন্ত নুরুল ইসলাম ফাউন্ডেশন ব্লাড ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়। এ সময় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ শফিকুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক এ ক্যাম্পে রক্তদান করেন। 

হুরাইন এইচটিএফ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আব্দুল হাকিম বলেন, নুরুল ইসলাম ফাউন্ডেশন ব্লাড ব্যাংক পার্টনার কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় একটি বড় ব্লাড ব্যাংক গড়ে তোলার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। হুরাইনের কর্মী ও ম্যানেজমেন্ট সবাই এ কর্মসূচিকে সফল করতে সচেষ্ট আছেন। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জীবদ্দশায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তার প্রতিষ্ঠিত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। 

দেশ ও মানুষের জন্য কাজ করে যাওয়া মানুষটিকে আমরা স্মরণীয় রাখতে ও তার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ। হুরাইনের মতো দেশের অন্য প্রতিষ্ঠানগুলোকে রক্তদান কর্মসূচির আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা এক লাখ ব্যাগ রক্ত সংগ্রহের টার্গেট নিয়ে কাজ করছি; যা টেক্সটাইলের মানুষের রক্তের প্রয়োজনে কাজে লাগবে।

যমুনা গ্রুপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম