Logo
Logo
×

সারাদেশ

আনোয়ারায় যুগান্তর স্বজন সমাবেশের কমিটি গঠন

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭ পিএম

আনোয়ারায় যুগান্তর স্বজন সমাবেশের কমিটি গঠন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যুগান্তর স্বজন সমাবেশের কমিটি গঠন হয়েছে। এনামুল হককে সভাপতি ও রনি সিংহকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। 

বৃহস্পতিবার উপজেলার হাঁড়িয়ালি রেস্টুরেন্টে দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশের সমন্বয়ে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নতুন কমিটি গঠন করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশের অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা সংস্কৃতি কর্মী উৎপল সেন, অ্যাডভোকেট কায়ছার, ব্যাংকার ও সমাজকর্মী কামাল হোসেন, সহ-সভাপতি-মুনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুয়ান আব্দুল্লাহ ইনান, সাংগঠনিক সম্পাদক শাবলু গুপ্ত, অর্থ সম্পাদক আব্দুল হামিদ শাকিল, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল কবির, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ বুলবুল, ছাত্রকল্যাণ সম্পাদক প্রীতম সুশীল, সদস্য মুক্তাদীরুল ইসলাম (আবিদ), মিশুক দাশ ও দীঘি দত্ত রীমি।

কমিটি গঠন শেষে আগামী ৬ ফেব্রুয়ারি যুগান্তর স্বজন সমাবেশের নতুন কমিটির অভিষেক, দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম