তাবলিগ জামাতে বিভেদ নিয়ে যা বললেন সাদপন্থিরা
‘তাবলিগ জামাত বিশ্বব্যাপী দাওয়াতের কাজ করছে। এখানে রাজনীতির কোনো সুযোগ নেই। বর্তমান তাবলিগ জামাতে বিভেদ সৃষ্টির একমাত্র কারণ তৃতীয় একটি পক্ষের রাজনৈতিক অবৈধ হস্তক্ষেপ। একটি ধর্মীয় রাজনৈতিক দল সুকৌশলে তাবলিগ জামাতে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি করছে।‘
বৃহস্পতিবার দুপুরে উত্তরার একটি রেস্তোরাঁয় বিশ্ব ইজতেমা পরবর্তী এক সংবাদ সম্মেলনে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী তাবলিগের সাথিরা এসব কথা বলেন।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল। এতে উপস্থিত ছিলেন- মোহাম্মদ সায়েম, অ্যাডভোকেট ইউনুস মিয়া, মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ আতাউল্লাহ প্রমুখ।
লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, প্রয়োজনে প্রশাসনের তদারকিতে বিশ্ব ইজতেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই মাঠের প্যান্ডেল নির্মাণ ও খোলার কাজ করবে এবং ময়দান ব্যবহার করবে, কাকরাইল ও বিশ্ব ইজতেমা ময়দান থেকে দুই মাদ্রাসাকে অন্যত্র স্থানান্তর করা, তাবলিগের সার্বিক কার্যক্রম ও বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনের সহযোগিতার জন্য নিরপেক্ষ প্রভাবমুক্ত একটি কমিটি গঠন, কাকরাইল মসজিদ পূর্বের মতো দিল্লির নিজামুদ্দিন মারকাজের অধীনে পরিচালনার যাবতীয় ব্যবস্থা করা, দেশের সব মসজিদে তাবলিগের সমস্ত কার্যক্রমের জন্য অনুমতি দেওয়া; ধর্মীয় কাজে বাঁধা দিলে ও অপপ্রচার চালালে সংবিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ; সারা দেশে স্বাধীনভাবে ধর্মীয় দাওয়াতি কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া, টঙ্গীর বিশ্ব ইজতেমায় সব মুরব্বিদের আসার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে; তাবলীগের যাবতীয় কাজ পরিচালনায় হেফাজতসহ তৃতীয় পক্ষের রাজনৈতিক অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা; যাতে করে ইসলামের নামে কোনো পক্ষ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানকে তাবলিগের নামে কেউ ভুল বুঝিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।
বক্তারা আরও বলেন, তাবলিগ জামাত হলো এমন একটি সংগঠন যেখানে সব মাযহাবের মানুষ একসঙ্গে বসে খাবার খায়। এখানে কোনো ভেদাভেদ থাকবে না।
তাবলিগ জামাতে বিভেদ নিয়ে যা বললেন সাদপন্থিরা
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৬:২৮ | অনলাইন সংস্করণ
‘তাবলিগ জামাত বিশ্বব্যাপী দাওয়াতের কাজ করছে। এখানে রাজনীতির কোনো সুযোগ নেই। বর্তমান তাবলিগ জামাতে বিভেদ সৃষ্টির একমাত্র কারণ তৃতীয় একটি পক্ষের রাজনৈতিক অবৈধ হস্তক্ষেপ। একটি ধর্মীয় রাজনৈতিক দল সুকৌশলে তাবলিগ জামাতে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি করছে।‘
বৃহস্পতিবার দুপুরে উত্তরার একটি রেস্তোরাঁয় বিশ্ব ইজতেমা পরবর্তী এক সংবাদ সম্মেলনে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী তাবলিগের সাথিরা এসব কথা বলেন।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল। এতে উপস্থিত ছিলেন- মোহাম্মদ সায়েম, অ্যাডভোকেট ইউনুস মিয়া, মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ আতাউল্লাহ প্রমুখ।
লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, প্রয়োজনে প্রশাসনের তদারকিতে বিশ্ব ইজতেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই মাঠের প্যান্ডেল নির্মাণ ও খোলার কাজ করবে এবং ময়দান ব্যবহার করবে, কাকরাইল ও বিশ্ব ইজতেমা ময়দান থেকে দুই মাদ্রাসাকে অন্যত্র স্থানান্তর করা, তাবলিগের সার্বিক কার্যক্রম ও বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনের সহযোগিতার জন্য নিরপেক্ষ প্রভাবমুক্ত একটি কমিটি গঠন, কাকরাইল মসজিদ পূর্বের মতো দিল্লির নিজামুদ্দিন মারকাজের অধীনে পরিচালনার যাবতীয় ব্যবস্থা করা, দেশের সব মসজিদে তাবলিগের সমস্ত কার্যক্রমের জন্য অনুমতি দেওয়া; ধর্মীয় কাজে বাঁধা দিলে ও অপপ্রচার চালালে সংবিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ; সারা দেশে স্বাধীনভাবে ধর্মীয় দাওয়াতি কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া, টঙ্গীর বিশ্ব ইজতেমায় সব মুরব্বিদের আসার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে; তাবলীগের যাবতীয় কাজ পরিচালনায় হেফাজতসহ তৃতীয় পক্ষের রাজনৈতিক অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা; যাতে করে ইসলামের নামে কোনো পক্ষ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানকে তাবলিগের নামে কেউ ভুল বুঝিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।
বক্তারা আরও বলেন, তাবলিগ জামাত হলো এমন একটি সংগঠন যেখানে সব মাযহাবের মানুষ একসঙ্গে বসে খাবার খায়। এখানে কোনো ভেদাভেদ থাকবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023