Logo
Logo
×

সারাদেশ

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুগান্তর: সম্পাদক সাইফুল আলম

Icon

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৩ এএম

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুগান্তর: সম্পাদক সাইফুল আলম

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুগান্তর, এমনটাই বলেছেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল আলম। 

বরগুনার বেতাগীতে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়াল (ভিডিও কনফারেন্সে) যোগদেন যুগান্তরের সম্পাদক। 

১ ফেব্রুয়ারি বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায়, আলোচনাসভা, কেক কাটা, শুভেচ্ছা স্মারক প্রদানসহ  নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। 

শুরুতেই সকল অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানটিতে ভার্চুয়াল (ভিডিও কনফারেন্সে) যোগ দেন যুগান্তরের সম্পাদক মো. সাইফুল আলম। এতে পরিপূর্ণতা পায় সকল অতিথিবৃন্দ। 

এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন।

এর পর শুরু হয় আলোচনা সভা, যুগান্তরের বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান,অনুষ্ঠানটির উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির। আলোচনা সভায় অতিথিরা যুগান্তরের নানা ইতিবাচক দিক তুলে ধরেন, সফলতা কামনা করেন যুগান্তর পরিবারের। 

এছাড়াও যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের স্মরণে করা হয় নিরবতা পালন। 

আলোচনা সভার শেষের দিকে ভার্চুয়ালি যুক্ত হন যুগান্তরের সম্পাদক মো. সাইফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, ‘অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সর্বদাই আপোষহীন দৈনিক যুগান্তর। যুগান্তর দেশের অবহেলিত জনপদের কথা বলে, দেশের মানুষের কথা বলে। আপনারাও মনে প্রানে ভালোবাসেন যুগান্তরকে যার ফলেই ২ যুগ ধরে মানুষের হৃদয়ে টিকে আছে যুগান্তর। 

‌‘এছাড়াও আপনারা যারা নিয়মিত পাঠক সকলেই জানেন যুগান্তরের সাদাকে সাদা,কালোকে কালো বলার সৎসাহস আছে বলেই এই সাহসী অভিযাত্রায় ২ যুগে পা দিয়েছে।’

সবশেষ অতিথিদের কাছে যুগান্তর পরিবারের জন্য দোয়া কামনা করেন যুগান্তর সম্পাদক এবং সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

আলোচনা সভা শেষেই অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। যুগান্তরের বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালীর হাত থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌরমেয়র এবিএম গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও মাহমুদা খানম, বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব কুমার দাস, সম্পাদক জাফর হাওলাদার, যুগান্তরের স্টাফ রিপোর্টার মজিবুল হক কিসলু, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট সোহেল হাফিজ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন টিটু, সম্পাদক আরিফ হোসেন ফসল, বেতাগী মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব সিকদার, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্সি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম, যমুনা টিভির বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, নয়াদিগন্তের বরগুনা প্রতিনিধি আবু নাসের সিদ্দক গোলাম কিবরিয়া, বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও যুগান্তর স্বজন সমাবেশ বেতাগী শাখার সভাপতি মো. রফিকুল আমিন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত) মোসা. নাইমা ইসলাম শিমু, আমতলী যুগান্তর প্রতিনিধি জসিম উদ্দিন, তালতলি প্রতিনিধি আবদুল মোতালেব। এর পর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

যুগান্তর সম্পাদক সাইফুল আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম