Logo
Logo
×

সারাদেশ

স্বজন সমাবেশের উদ্যোগে লাকসামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

কুমিল্লা ব্যুরো ও লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৪ পিএম

স্বজন সমাবেশের উদ্যোগে লাকসামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমিল্লার লাকসামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার দুপুরে লাকসাম পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

লাকসাম উপজেলা যুগান্তর স্বজন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে  আলোচনা সভায় বক্তারা বলেন, যুগান্তর পত্রিকাটির অসংখ্য পাঠক রয়েছে এবং অত্যন্ত ভালোমানের এবং সাহসী সংবাদ প্রকাশ করায় দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি দেশের উন্নয়নের একজন অংশীদার। দেশকে ভালোবেসে তিনি যেমন যুদ্ধে অংশ নিয়েছেন, তেমনি দেশের স্বার্থে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়েও অর্থপাচার করেননি। তার প্রতিষ্ঠিত যুগান্তর পত্রিকা দেশের পাঠক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। যুগান্তর অন্যায়ের সঙ্গে কখনই আপস করেনি। সত্যের মুখোমুখি হয়েছে প্রতিদিন। যুগান্তর সবসময় আপসহীনভাবে পথ চলবে।

দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরোপ্রধান তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে ও লাকসাম স্বজন সমাবেশের সদস্য মাহমুদুল হাসান নাছিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, আওয়ামী লীগের নেতা আবদুর রব, মজিব উল্লাহ তরু, কাউন্সিলর গোলাম রাব্বানী, দৈনিক যুগান্তর লাকসাম উপজেলা প্রতিনিধি এমএ মান্নান, উপজেলার স্বজন সমাবেশর সভাপতি ইসরাত জাহান আরজু, সাধারণ সম্পাদক লোকমান হোসেন শিশির, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি মজিবুর রহমান দুলাল, পরিবর্তন সংবাদ মশিউর রহমান সেলিম, নয়া দিগন্ত মিজানুর রহমান, বাংলার কাগজের শহিদুল ইসলাম শাহীন, ডিবিসি কুমিল্লা প্রতিনিধি নাছির উদ্দীন চৌধুরী, স্বদেশে প্রতিদিন চন্দন সাহ, নকশী বার্তার নির্বাহী সম্পাদক মোজ্জামেল হক আলম, খবরপত্র তমিজ উদ্দিন চুন্নু, মুক্তির লড়াই মাসুদ পারভেজ রনি, মানবকন্ঠ আবদুর রশিদ, সমাচার প্রতিনিধি রবিউল হোসেন সবুজ, আশ্রয় প্রতিদিন কামরুলজামান ভুঁইয়া, আজকের জীবন প্রতিনিধি নাজমুল হাসান, আলোর দিশারি নাজমুল হোসেন প্রমুখ।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম