Logo
Logo
×

সারাদেশ

মাদ্রাসা থেকে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, সাবেক মেম্বার গ্রেফতার

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪০ পিএম

মাদ্রাসা থেকে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, সাবেক মেম্বার গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র আসামি খলিলুর রহমান (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

খলিলুর রহমান হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে ও ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা যায়, গত শনিবার সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান মাদ্রাসার গেট থেকে ওই ছাত্রীকে ডেকে কাছে নেয়। তারপর চকলেট কিনে দেওয়ার কথা বলে কৌশলে ভাদুরীরচর কলেজের পুকুরের কোণায় নির্মিত টিনের তৈরি নির্জন ছাপড়া ঘরে নিয়ে যায়। সেখানে তাকে টাকা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন কাজ করতে বলে। এতে শিশুটি রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে খলিল। পরে শিশুটির চিৎকারে স্থানীয়দের ছুটে আসতে দেখে দৌড়ে পালিয়ে যায়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলার একমাত্র আসামি খলিলুর রহমানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম