Logo
Logo
×

সারাদেশ

কাতারে পালাচ্ছিলেন ধর্ষণ মামলার আসামি, অতঃপর...

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ পিএম

কাতারে পালাচ্ছিলেন ধর্ষণ মামলার আসামি, অতঃপর...

জয়পুরহাটে ভুয়া কাবিননামা তৈরি করে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে রনি হোসেন (২৮) নামে এক যুবককে বিদেশে পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রনি জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার নুরুল ইসলাম মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, প্রায় দুই বছর আগে কাতারে থাকার সময় ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে রনির। পরে রনি দেশে ফিরে একটি ভুয়া কাবিননামা তৈরি করে তরুণীকে একটি বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে। এরপর মেয়েটি সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত কাতারে পালানোর চেষ্টা করে।

জয়পুরহাট সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মামলার পর অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। শনিবার সে কাতারে পালিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও ইমিগ্রেশনের সহায়তায় তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে আনা হয়।

জয়পুরহাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম