Logo
Logo
×

সারাদেশ

গাঁজা-ইয়াবা নিয়ে ভারতীয় দুই নাগরিকসহ গ্রেফতার ৩

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১১ পিএম

গাঁজা-ইয়াবা নিয়ে ভারতীয় দুই নাগরিকসহ গ্রেফতার ৩

কুমিল্লায় ১০১ কেজি গাঁজা এবং বেশ কিছু ইয়াবা জব্দ ও ভারতীয় দুই নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে জেলার কোতোয়ালি মডেল থানার শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়ার মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার চাঁনপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।

সোমবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত ভারত থেকে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাইপথে বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। রোববার রাতে শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় বেশ কিছু গাঁজা এবং ইয়াবাসহ দুই ভারতীয় নাগরিকসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করা হয়।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম