Logo
Logo
×

সারাদেশ

উপহারের গাড়ি নিতে এসে জরিমানা গুনলেন হিরো আলম

Icon

হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৯ পিএম

উপহারের গাড়ি নিতে এসে জরিমানা গুনলেন হিরো আলম

হবিগঞ্জে উপহারের গাড়ি নিতে এসে নিজের গাড়ির জরিমানা গুনলেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার বেলা ২টার দিকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হিরো আলম। মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে তার গাড়িটি আটক করে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। পরে মামলা দিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তিনি মঙ্গলবার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে মাওলানা এম মুখলিছুর রহমানের কাছ থেকে উপহারের গাড়ি নিতে যাচ্ছিলেন।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম