Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর লাশ দাফনে বাধা বাবা ও স্ত্রী-সন্তানদের!

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬ পিএম

প্রবাসীর লাশ দাফনে বাধা বাবা ও স্ত্রী-সন্তানদের!

চাঁদপুরের হাজীগঞ্জে নিজের সন্তানের লাশ দাফনে বাধা দিয়েছেন বাবা। অবশেষে ১ দিন পর রাত ১২টায় ওই ছেলের লাশ দাফন করা হয়। ঘটনাটি ঘটে সোমবার সদর ইউনিয়নের মাতৈন পাটোয়ারী বাড়িতে।

মৃত ব্যক্তি ওই বাড়ির প্রবাসী কামাল পাটোয়ারী। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করতে বাধা দেন বাবা আবদুল কাদের। একই ঘটনায় স্বামীর লাশ দাফনের আগেই ন্যায্য পাওনা চান মৃত কামাল পাটোয়ারীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিউটি ও সন্তানরা। এ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

কামাল পাটোয়ারী (৫৫) সোমবার দুপর ১২টার দিকে ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন। তার ১৭ ও ১২ বছর বয়সী ২টি পুত্রসন্তান ও স্ত্রী রয়েছেন।

মৃত কামাল পাটোয়ারীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিউটি যুগান্তরকে  বলেন,  প্রায় ২৩ বছর পূর্বে আমার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় উপজেলার মাতৈন পাটোয়ারী বাড়ির আবদুল কাদের পাটোয়ারীর ছেলে কামাল পাটোয়ারীর সঙ্গে। আমি কালো হওয়ায় আমার শ্বশুর-শাশুড়ি আমাকে কামালের স্ত্রী হিসেবে মেনে নেননি। তারা আমার ওপর বিভিন্ন সময় প্রচণ্ড নির্যাতন করতেন। আমার শাশুড়ি ও ননদদের অত্যাচারে আমি ছিলাম অতিষ্ঠ। তবে আমার স্বামী সব সময়কে আমাকে ধৈর্য ধরার কথা বলতেন।

তিনি বলেন, একপর্যায়ে ২০০০ সালের দিকে আমার পরিবার টাকা খরচ করে কামালকে বিদেশ পাঠায়। কামাল বিদেশ যাওয়ার পর সব টাকা তার বাবার নামেই পাঠাত। তবুও বাবা-মা ও বোনদের মন জয় করতে পারেনি। একপর্যায়ে কামাল অসুস্থ হয়ে পড়লে বিদেশ থেকে দেশে চলে আসে। সেই সময় কামালকে তার পরিবারের কেউ কোনো চিকিৎসা করায়নি। তাকে আমি স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপির সহযোগিতায় ঢাকায় চিকিৎসা করাই। চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা গেলে লাশ দাফন করার জন্য বাড়িতে আনি। কিন্তু কামাল তার সন্তান না দাবি করে পারিবারিক কবরস্থানে দাফনে বাধা দেন আমার শ্বশুর।  আমরাও আমার স্বামী ও সন্তানের ন্যায্য দাবি স্বামীর মৃতদেহ দাফনের পূর্বেই বুঝে পেতে চাই।

এদিকে পাটোয়ারী বাড়িতে কয়েক ঘণ্টা অবস্থান করেও মৃত কামালের পিতা আবদুল কাদেরের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি বিল্ডিংয়ের দরজা-জানালা বন্ধ করে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘরের ভেতরে অবস্থান করেন।

ওই বাড়ির নুরুল আলম পাটোয়ারীসহ বাড়ির সব লোকই মৃত কামালের বাবা আবদুল কাদের সম্পর্কে যুগান্তরকে জানান, আবদুল কাদের খুবই ধূর্তপ্রকৃতির লোক।

এ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আবদুল কাদেরের ঘরে হামলা করার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজনের সহযোগিতায় উত্তেজিত গ্রামবাসীকে বাধা প্রদান করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ প্রধানীয়া সুমন যুগান্তরকে জানান, কামালের স্ত্রী ও সন্তানের দাবির পরিপ্রেক্ষিতে তাদের থাকার জন্য কামালের ক্রয়কৃত সোয়া ৯ শতাংশ জমি স্ত্রী বা তার ছেলেদের নামে দেওয়া হবে। এই মর্মে রাতেই একটি স্ট্যাম্প করার কথা থাকলেও মৃত কামালের বাবা আবদুল কাদের স্ট্যাম্পে স্বাক্ষর করেননি। পরে মৌখিকভাবে কামালের স্ত্রী ও সন্তানদের তাদের ন্যায্য জমি দিতে রাজি হওয়ায় রাত ১২টার দিকে জানাজা শেষে কামালের মৃতদেহ দাফন করা হয়।

চাঁদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম