Logo
Logo
×

সারাদেশ

আলিমের ফলাফলে দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ পিএম

আলিমের ফলাফলে দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (নেছারাবাদ মাদ্রাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারো আলিম পরীক্ষার ফলাফলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। 

আলিম পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৭৪ জন ছাত্র অংশগ্রহণ করেছে; যাদের মধ্যে ২৫৬ জন জিপিএ-৫, ১১৬ জন জিপিএ-৪ গ্রেড এবং বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

এ মাদ্রাসাটি অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষস্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে। 

প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আমিরুল মুছলিহীন হয়রত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফিডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করেছে। ভালো ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সবমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

বরিশাল ফলাফল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম