|
ফলো করুন |
|
|---|---|
ভোলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি ভোলা প্রেস ক্লাবের আজীবন সদস্য।
ওই অনুষ্ঠানে তিনি সাংবাদিকতায় সততার সঙ্গে কাজ করায় প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক সভাপতি এম ফারুকুর রহমান, দৈনিক সংবাদের সাবেক প্রতিনিধি দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, প্রেস ক্লাব বর্তমান সম্পাদক অমিতাভ অপুসহ সাংবাদিকদের প্রশংসা করেন।
তিনি বলেন, সাংবাদিকদের ঝুঁকি নিয়েই সত্য প্রকাশ করতে হয়। সততা ও ভালোর মূল্যায়ন হয়েই থাকে। কিছু খারাপ প্রকৃতির লোকও রয়েছে। যারা সমাজে ঘৃণিত। ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় তিনি উন্নয়ন সম্ভাবনা নিয়েও কথা বলেন। ভোলায় গ্যাসভিত্তিক শিল্পনগরী গড়ে তোলা হবে বলেও জানান।
৩১ ডিসেম্বর ভোলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার রাতে প্রেস ক্লাব ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় অভিষেক। এ সময় জেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন ৫০ মিডিয়া প্রতিনিধি।
প্রথমে ফুল দিয়ে তোফায়েল আহমদকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা। প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখার পাশাপাশি প্রেস ক্লাব নতুন কমিটিকে শুভেচ্ছা জানান- জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল অদুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, এসিল্যান্ড মো. আলী সুজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. অহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ভোলা বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক মো. আজিজুল ইসলাম ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক মো. সামছুদ্দিন সামসু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহআলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. আবু ছায়েম, দৌলদতখান প্রেস ক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিন, সম্পাদক মেহেদী হাসান শরীফ, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের মো. মনির হাওলাদার, সম্পাদক আব্দুল মালেক, লালমোহন প্রেস ক্লাব সম্পাদক জসিম উদ্দিন জনি।
এছাড়া শুভেচ্ছা জানান- চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মঞ্জু (হাসেম মহাজন), তজুমদ্দিন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মনপুরা প্রেস ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন।
নবনির্বাচিত কমিটিকে শপথ পড়ান জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। নির্বাচিতরা হলেন- সভাপতি পদে রেডিও প্রতিনিধি এম হাবিবুর রহমান, আরটিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু (সম্পাদক), ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি অ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান (সহ-সভাপতি), বৈশাখী টিভি প্রতিনিধি হোসাইন সাদী (সহ-সম্পাদক), গাজীটিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন (অর্থ সম্পাদক), ৭১টিভি প্রতিনিধি মো. কামরুল ইসলাম (ক্রীড়া সম্পাদক), এটিএন বাংলা প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ (দপ্তর সম্পাদক), বিটিভি প্রতিনিধি মো. তৈয়বুর রহমান (গ্রন্থগার সম্পাদক), মোহনা টিভি প্রতিনিধি মো. জসিম রানা (সাংস্কৃতিক সম্পাদক), সময়টিভি স্টাফ রিপোর্টার নাসির লিটন (নির্বাহী সদস্য), বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জুন্নু রায়হান (নির্বাহী সদস্য)।
