Logo
Logo
×

সারাদেশ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, আধা ঘণ্টায় মারা গেল সবাই

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩২ এএম

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, আধা ঘণ্টায় মারা গেল সবাই

স্বরূপকাঠিতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা (২৬) নামে এক গৃহবধূ। শুক্রবার সকালে উপজেলার সোগাদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওই সন্তানদের জন্ম হয়।

ভূমিষ্ঠ হওয়া ওই পাঁচ সন্তানের মধ্য চারজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান ছিল। সন্তান জন্মের আধা ঘণ্টার মধ্যই সব নবজাতক মারা যায়।

ঘটনার পর প্রসূতি মায়ের অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার সন্ধ্যার পরে তাকে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবজাতকগুলো অপরিপক্ক এবং ওজন কম হওয়ার কারণে জন্মের আধা ঘণ্টার মধ্য মারা গেছে বলে জানিয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবরিনা আক্তার।

ওই গৃহবধূ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিনমজুর ফারুক হোসেনের মেয়ে এবং নাজিরপুর এলাকার মো. মিরনের স্ত্রী।

পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম