Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় চাঞ্চল্যকর রাজিব হত্যার প্রধান আসামি গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪২ পিএম

কুমিল্লায় চাঞ্চল্যকর রাজিব হত্যার প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লায় চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান আসামি আবু রাব্বি ওরফে বাপ্পাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

আলোচিত এ হত্যাকাণ্ডের মামলার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই তদন্ত কর্মকর্তা এসআই শেখ মফিজুর রহমান তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

রোববার গভীর রাতে নগরীর বিসিক শিল্পনগরীর তোয়ালে ফ্যাক্টরির পাশের খানকা শরিফ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার ওই ঘাতক হত্যাকাণ্ডের দায় শিকার করে আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি মাদক সেবন এবং বিক্রির কাজ দেখে ফেলাসহ পূর্বশত্রুতার জের ধরে নগরীর গোবিন্দপুর এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে বিসিক শিল্পনগরীর শ্রমিক রাজিব হোসেনকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসী মো. আবু রাব্বি ওরফ বাপ্পার ও তার সহযোগীরা।

সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা. আসামি গ্রেফতার.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম