Logo
Logo
×

সারাদেশ

ভালোবাসা দিবসে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব, অতঃপর...

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৪ পিএম

ভালোবাসা দিবসে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব, অতঃপর...

মাদারীপুরের কালকিনিতে ভালোবাসা দিবসে দুই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করায় দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে থানা পুলিশ তাদের দুজনকে মাদারীপুর জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেফতার দুই যুবক হলেন- ইমন সরদার (২১) ও মাসুদ ইসলাম (১৯)। ইমন সরদার উপজেলার সিডিখান এলাকার মাথাভাঙ্গা গ্রামের সেলিম সরদারের ছেলে ও মাসুদ একই এলাকার জামাল বয়াতির ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার অষ্টম ও নবম শ্রেণির দুই ছাত্রী ওই এলাকায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাড়ি রওনা দেয়। এ সময় পথিমধ্যে ওতপেতে থাকা ইমন সরদার ও তার বন্ধু মাসুদ ইসলাম ওই দুই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে। তাদের এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করায় ইমন ও মাসুদ মিলে দুই স্কুলছাত্রীকে জোরপূর্বক হাত ধরে টেনে-হিঁচড়ে ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ বিষয়টি স্থানীয়দের নজরে আসলে ইমন ও মাসুদকে ধাওয়া করে আটক শেষে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর তারুকুজ্জামান সুরুজ জানান, ইমন ও মাসুদ মিলে সিডিখান থেকে এসে আমাদের এলাকার দুই স্কুলছাত্রীকে প্রকাশ্যে রাস্তায় বসে ইভটিজিং করে এবং তাদের জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কালকিনি থানার এসআই মো. মিলন জানান, ইমন সরদার ও মাসুদের বিরুদ্ধে থানায় একটি ইভটিজিং মামলা হয়েছে। আমরা তাদের জেলহাজতে পাঠিয়েছি।

মাদারীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম