Logo
Logo
×

সারাদেশ

বাড়িতে গরু ঢুকে শিমগাছ খাওয়ায় মারামারি, ৩ মাসের শিশুর মৃত্যু

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৪ পিএম

বাড়িতে গরু ঢুকে শিমগাছ খাওয়ায় মারামারি, ৩ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় বাড়িতে গরু প্রবেশ করে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে ৩ মাসের শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সানন্দখিলা গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বুধবার সকালে সানন্দখিলা গ্রামের দুলাল মিয়ার একটি ষাঁড় গরু একই গ্রামের রনি মিয়ার বাড়িতে প্রবেশ করে শিম গাছ খেয়ে ফেলে। এ বিষয়ে রনি মিয়ার স্ত্রী রোজিনা খাতুনের সঙ্গে দুলাল মিয়ার স্ত্রী জায়েদা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রনি মিয়ার স্ত্রী রোজিনা খাতুন জায়েদা খাতুনের ওপর লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে।

এ সময় জায়েদা খাতুন দৌড়ে গিয়ে প্রতিবেশী মুর্শেদ আলীর বাড়িতে আশ্রয় নেন। পেছনে গিয়ে আবারো জায়েদা খাতুনের ওপর হামলা করার সময় মুর্শেদ আলীর স্ত্রীর কোলে থাকা ৩ মাসের শিশু ইসহাকের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়; কিন্তু আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার রাতেই শিশুটির মৃত্যু হয়।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ও টিপু সুলতান বলেন, মামলা হয়েছে এবং মামলার প্রধান আসামি রোজিনা খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম