Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০১ এএম

টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সবুজ খান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মিজান খানের ছেলে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে গতি কমিয়ে আনলে সবুজ খান ট্রেন থেকে নামতে যায়। এ সময় পরে গিয়ে ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

ট্রেন যুবক মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম