Logo
Logo
×

সারাদেশ

সরকারিভাবে বিক্রি হবে টাঙ্গাইলের নদ-নদীর বালু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

সরকারিভাবে বিক্রি হবে টাঙ্গাইলের নদ-নদীর বালু

টাঙ্গাইলে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু চারলেন সড়ক নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পে বিভিন্ন নদ-নদী থেকে বালু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় একাধিক সংসদ সদস্য তাদের বক্তব্যে জানান, বালু সংকটের কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। তাই যে সমস্ত নদ-নদী থেকে বালু উত্তোলনের সুযোগ রয়েছে, সেখান থেকে সরকারিভাবে বালু বিক্রি করার দাবি জানান। পরে এ বিষয়ে আলোচনা শেষে উন্নয়ন প্রকল্পগুলোর জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতি এবং স্পট কোটেশনের মাধ্যমে বালু বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বালু বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে। এছাড়াও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য ছানোয়ার হেসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম