ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবককে জুতাপেটা করলেন চেয়ারম্যান
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের স্বরূপকাঠিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন সোহাগ নামের এক যুবক। সেহাংগল গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগ রোববার দুপুরে প্রতিবেশী গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় গৃহবধূ ডাক-চিৎকার দিলে সোহাগ পালিয়ে যান।
পরে গৃহবধূর স্বামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারীর কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান রাতে ওই বাড়িতে গিয়ে উভয়পক্ষকে ডেকে সালিশ বৈঠকে লম্পট সোহাগকে জুতাপেটা ও গৃহবধূর পা ধরে মাফ চাওয়ার রায় দেন।
জানা গেছে, স্বামী বাড়িতে না থাকার সুযোগে সোহাগ ঘরের মধ্যে প্রবেশ করেই গৃহবধূকে জাপটে ধরে।
দরিদ্র গৃহবধূ জানান, তিনি রোজা রেখেছিলেন। তার শরীরটা ভালো না থাকায় শুয়েছিলেন। হঠাৎ সোহাগ ঘরে ঢুকে জাপটে ধরে। এ ঘটনায় তিনি চিৎকার দেন। অবস্থা বেগতিক দেখে সোহাগ পালিয়ে যান।
এ বিষয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির শ্লীলতাহানির বিষয়টি কিছুটা এড়িয়ে বলেন, ঘটনাটি রসিকতার ছলে হলেও সোহাগকে জুতাপেটা করে মহিলার পা ধরে মাফ চাওয়ানো হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ওই নারী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
