Logo
Logo
×

সারাদেশ

বগুড়া স্বজন সমাবেশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৬ পিএম

বগুড়া স্বজন সমাবেশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দৈনিক যুগান্তর বগুড়া স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সকালে শহরের শহিদ খোকন পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহরের বড়গোলা এলাকায় জামিল শপিং সেন্টারের তৃতীয় তলায় দৈনিক যুগান্তর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বজন সভাপতি শহিদুল্লাহ কায়সার মিথুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম সিম্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা দৈনিক যুগান্তরের বগুড়া ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম।

অন্যান্যের মধ্যে সহ-সভাপতি তৈয়ব হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, প্রচার সম্পাদক আল-আমিন রাহুল, সহ-প্রচার সম্পাদক সম্রাট সাহা, সদস্য লিটন, বাপ্পী, তারেক, ধ্রুব, জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির জীবনে এক অবিচ্ছেদ্য অধ্যায়। ’৭১ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি রাজপথে নেমে এসেছিল কৃষক, শ্রমিক, চাকরিজীবী, রিকশাওয়ালাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

বক্তারা ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তারা সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন দাবি করেন।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম