শহিদদের শ্রদ্ধা জানিয়ে ফিরে গেল ভারতীয় মৈত্রী সাইকেল র্যালির সদস্যরা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ২১ ফেব্রুয়ারি পালনে আসা ভারতীয় মৈত্রী সাইকেল র্যালির ১৪ সদস্যের প্রতিনিধি দল ভারতে ফিরে গেছেন।
বুধবার দুপুরে দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন শেষে বাংলা ভাষার সম্মানে গান পরিবেশন করে তারা ভারতে প্রবেশ করে।
বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালনে ভারতীয় ১৪ সদস্যের সাইকেল র্যা লির দলনেতা লোপা মিত্র জানান, বাংলা কখনো ভাগ হয় না; বাংলা ভাষায় আমরা এক। কলকাতা থেকে ১৪ জন সাইকেল চালিয়ে গত ১৬ ফেব্রুয়ারি বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে।
