ধর্ষণের পর প্রতিবন্ধী তরুণীর হত্যাচেষ্টা, মাছ বিক্রেতা গ্রেফতার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ধর্ষণের পর অপমানে হত্যাচেষ্টা করেন এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী তরুণী। এ ঘটনায় মো. লাল মিয়া (৩০) নামে এক মাছ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার রাণীরকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লাল মিয়া উপজেলার উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
অভিযোগ ও পুলিশ সূত্র থেকে জানা যায়, লাল মিয়া পেশায় একজন মাছ বিক্রেতা। মাছ বিক্রির সুবাদে ওই তরুণীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। বুধবার সকালে মাছ বিক্রি শেষে রাণীরকোট বাজারের দক্ষিণে অবস্থিত মো. আব্দুল হাসিমের নির্মাণাধীন দোতলা বিল্ডিংয়ের সিঁড়ির নিচে ওই প্রতিবন্ধীকে বিভিন্ন প্রলোভনে নিয়ে যায় লাল মিয়া। পরে সে ধর্ষণ করে। ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন ওই তরুণী।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হক।
ওসি রাশেদুল হক বলেন, ওই নারীর পিতা মামলা করলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে ওই তরুণীকে।
