Logo
Logo
×

সারাদেশ

রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূ, চিকিৎসাধীন থেকে মৃত্যু

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৬ পিএম

রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূ, চিকিৎসাধীন থেকে মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে সীমা বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সীমা উপজেলার কয়ারিয়া এলাকার চরআলিমাবাদ গ্রামের কৃষক মো. সোলেমান ফকিরের স্ত্রী। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি দুপুরে গৃহবধূ সীমা বেগম ভাত রান্না করতে গিয়ে তার পরিহিত কাপড়ের আঁচলে আগুন লেগে শরীর পুড়ে গিয়ে গুরুতর আহত হন। এর পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন তিনি মারা যান। নিহত সীমা বেগমের দুই পুত্রসন্তান ও একটি কন্যাসন্তান রয়েছে।

উপজেলার বাঁশগাড়ি ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন জানান, আসলে বিষয়টি খুবই দুঃখজনক। ছোট ছোট সন্তান রেখে আগুনে পুড়ে সীমা বেগমের অকাল মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (আইসি) মো. এমদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মাদারীপুর নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম