Logo
Logo
×

সারাদেশ

পা দিয়ে ছবি এঁকে এবার দেশসেরা দাগনভূঞার মোনায়েম

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮ পিএম

পা দিয়ে ছবি এঁকে এবার দেশসেরা দাগনভূঞার মোনায়েম

দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা আব্দুল্লাহ আল মোনায়েম পা দিয়ে ছবি এঁকে এবার দেশসেরা পুরস্কার পেয়েছে। সে দাগনভূঞা একাডেমির ৭ম শ্রেণির ছাত্র ও দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী।

মোনায়েম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

এর আগে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে স্থান করে নিয়েছিল তার আঁকা ছবি। এজন্য সে পায় উপহারের ঘরসহ নগদ এক লাখ টাকা।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। সেখানে পা দিয়ে ছবি আঁকে মোনায়েম। প্রতিযোগিতায় সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু দলে প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী হাশেম খান।

মোনায়েমের চিত্রাঙ্কন শিক্ষাপ্রতিষ্ঠান দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক মো. গিয়াস উদ্দিন ভূঁঞা বলেন, মোনায়েম জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় আমরা আনন্দিত। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আব্দুল্লাহ আল মোনায়েম দাগনভূঞা একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। মোনায়েমের এমন সাফল্যে আমরা আনন্দিত।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া বলেন, মেধাবী ও অধ্যবসায়ী শিশু মোনায়েমের এমন সফলতায় আমরা আনন্দিত হয়েছি। আমরা আশা করি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সে পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রেও সফল হবে।

ফেনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম