ভেড়ামারায় যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তর পত্রিকার ২ যুগে পদার্পণ উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনা সভা হয়েছে। কেক কাটা, আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে ভেড়ামারায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষ্যে রোববার বেলা ১১টায় যুগান্তর পত্রিকার ভেড়ামারার নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা।
দৈনিক যুগান্তর পত্রিকার পাঠক ফোরাম স্বজন সমাবেশের আহবায়ক ভেড়ামারা বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল।
দৈনিক যুগান্তরের ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র শামিমুল ইসলাম ছানা।
স্বজন সমাবেশের সদস্য সচিব, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ জামালের উপস্থাপনায় আলোচনা সভায় অংশ নেন- ভেড়ামারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা আল হেরা একাডেমির অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, কবি মোজাম্মেল হক, কবি আব্দুল কুদ্দুস, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, ভেড়ামারা থানার এসআই সহিদ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মেহেরপুর জোনাল ইনচার্জ মনিরুল ইসলাম, ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টসের পরিচালক নোমান জহির রাজা, রাজশাহী হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাংবাদিক শাহিন আলম লিটন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, নাসির উদ্দীন, দেলোয়ার হোসেন, রোকনুজ্জামান রনি প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দ উৎসব করেন অতিথিরা।
