গোসল করানোর সময় নড়ে উঠল মৃতদেহ, অতঃপর...
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের হিলিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবক। পরে তার দাফন করার জন্য কবরও খোঁড়া হয়। গোসল করানোর জন্য নেওয়া হলে মরদেহের শ্বাস-প্রশ্বাস নেওয়া ও নড়ে উঠা বুঝতে পারেন স্বজনরা।
এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়। রোববার সকালে হিলির দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামে এ ঘটনাটি ঘটে।
সোহাগ হোসেন ওই গ্রামের হারেজ আলীর ছেলে।
স্থানীয় ফিরোজ হোসেন বলেন, সকালে ওই যুবকের মরদেহ নামিয়ে দিয়ে বাজারে দোকানে আসি। এরপর দোকানে এসে শুনছি সে নাকি জীবিত আছে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। বিষয়টি আমার কাছে আশ্চর্যজনক মনে হলেও বাজারের অনেকেই বিষয়টি নিয়ে বলাবলি করছিল।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শামিম সরদার বলেন, আমার ফুফাতো ভাই সোহাগ নাটোরে তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যুবরণ করেন। এরপর তার দাফনের প্রস্তুতি চলছিল; এ সময় সে জীবিত আছে বলে কেউ কেউ বলতে থাকেন। যার কারণে তাকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানেও প্রাণের অস্তিত্ব একটু বুঝতে পেরে তাকে জয়পুরহাটে নিয়ে যাওয়ার জন্য বলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মোতাবেক জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আমরা মৃতদেহ ফেরত নিয়ে বাড়িতে আসছি বিকালেই তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুন নাহার বলেন, সকালের দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তার প্রেশার ও পালস চেক করে পাইনি। তার ইসিজি করা হয়েছিল। এ সময় সাবলাইন ফ্লাট ছিল শুধুমাত্র একটা লাইনে হালকা রিদম পাওয়া গিয়েছিল। যার কারণে মৃত বলে ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে তাকে আমরা জয়পুরহাট জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেছি।
