নিক্সন চৌধুরীর সমর্থকের বিরুদ্ধে আ.লীগ নেতাকে হাতুড়িপেটার অভিযোগ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গার স্থানীয় এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের বিরুদ্ধে কিবরিয়া মাতুব্বর (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পাঠানো হয়েছে।
কিবরিয়া ঘারুয়া ইউনিয়নের আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিবিরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর সমর্থক।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণেশ চন্দ্র পণ্ডিত বলেন, আঘাতের কারণে কিবরিয়া মাতুব্বরের বাম হাতের একটি হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান রাজা বলেন, আমাদের একটি কর্মী সমাবেশ থেকে কিবরিয়া বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শরিফাবাদ এলাকায় পৌঁছালে এমপি নিক্সন চৌধুরীর লোকজন নিরু খলিফার নেতৃত্বে তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আমরা ভাঙ্গা হাসপাতাল তাকে দেখতে যাই। এ ব্যাপারে এখন পর্যন্ত মামলা দায়ের করি নাই। হয়তো পরে করা হবে।
এ ব্যাপারে নিক্সন চৌধুরী এমপির সমর্থক খারদিয়া গ্রামের নিরু খলিফা বলেন, এমপি নিক্সন চৌধুরীর ভাঙ্গায় বিশাল জনসভা ছিল। এলাকার অধিকাংশ লোকজন মিটিং মিছিল নিয়ে ভাঙ্গায় জনসভাস্থলে ছিলেন। আমার ভাতিজা ও কিবরিয়া ৩ জন রাত সাড়ে ৭টার সময় একটি ইজিবাইকে বাড়ি ফিরছিল। তখন কিবরিয়া এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে বেফাঁস কথা বলে, এই নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছে বলে শুনেছি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। তবে অভিযোগ পেলে মামলা হবে।
