Logo
Logo
×

সারাদেশ

সাবেক স্বামীর পরিকল্পনায় ধর্ষণ শেষে গৃহবধূকে হত্যা, ২ জনের ফাঁসির আদেশ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১০:১০ পিএম

সাবেক স্বামীর পরিকল্পনায় ধর্ষণ শেষে গৃহবধূকে হত্যা, ২ জনের ফাঁসির আদেশ

সাবেক স্বামীর পরিকল্পনায় ফরিদপুরে গৃহবধূ রাশিদা বেগম রুশিকে (৩০) পালাক্রমে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর মোল্যা ও চুন্নু মাতুব্বর পলাতক ছিলেন। এ মামলায় অপর ৫ আসামিকে খালাস প্রদান করা হয়।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালে রাশিদা বেগম রুশির সঙ্গে বিয়ে হয় ফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের বারেক মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যার। তাদের সংসারে রুহান নামের এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য জাহাঙ্গীর বিভিন্ন সময় রাশিদা বেগমকে মারপিট করত। এরই মাঝে জাহাঙ্গীর আরেকটি বিয়ে করে সংসার করতে থাকে।

একপর্যায়ে জাহাঙ্গীর মোল্যা রাশিদাকে তালাক দেয়। রাশিদা এ সময় তার পুত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন এবং টিউশনি করে দিনযাপন করতে থাকেন। ২০১২ সালের ১৩ জানুয়ারি গৃহবধূ রাশিদা বেগম রুশিকে রাতে পরিচিত এক ব্যক্তি ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরে শ্বাসরোধ করে রাশিদা বেগমকে হত্যা করে দশহাজার গ্রামের জনৈক হাফেজ মুন্সীর মেহগনি বাগানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরদিন সকালে পুলিশ রাশিদার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

রায়ে রাশিদা বেগমের সাবেক স্বামী জাহাঙ্গীর মোল্যা ও চুন্নু মাতুব্বরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেন। মামলায় অপর ৫ আসামিকে খালাস প্রদান করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী স্বপন কুমার পাল জানান, আদালতে চুন্নু মাতুব্বর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাশিদা বেগমের সাবেক স্বামী জাহাঙ্গীর হোসেনের পরিকল্পনা মতে সে ধর্ষণ ও হত্যাকাণ্ডে অংশ নেয়।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম