গৌরীপুরে জাতীয় পতাকা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা-আলোচনা সভা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১০:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ৫২তম জাতীয় পতাকা দিবস উপলক্ষ্যে ৫২টি জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় জাতীয় পতাকার মাপ, ব্যবহার, অর্ধনমিত পতাকা উত্তোলন পদ্ধতি ও জাতীয় পতাকার সম্মান সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সহ-মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মো. আল আমিন রহমান, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা যুবলীগ নেতা উজ্জ্বল মিয়া, মোস্তাফিজুর রহমান টিটু, আশরাফুল করিম লিউটন, স্বজন তাসাদদুল করিম, মো. বিপ্লব মিয়া প্রমুখ।
