Logo
Logo
×

সারাদেশ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, ছবি হাতে বাবার অপেক্ষায় শিশু ত্রাণফি

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৫:০২ পিএম

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, ছবি হাতে বাবার অপেক্ষায় শিশু ত্রাণফি

শিশু ত্রাণফি তার বাবার ছবি হাতে। ছবি: যুগান্তর

সাত বছরের শিশু ত্রাণফি তার বাবার ছবি হাতে অপেক্ষা করছে। কখন তার বাবা বাড়িতে আসবে। মা বলে ডেকে কোলে নিবেন। বাবা মারা গেছেন- বাড়ির লোকজন বুঝানোর চেষ্টা করলেও ত্রাণফি কিছুতেই তা মানতে রাজি না। সে বারবার বলছে আজ (রোববার) তার বাবা বাড়িতে আসবে। 

স্বামীর লাশের অপেক্ষায় রয়েছেন স্ত্রী কাজলী ঘাগ্রা (৩৮)। আর বাবার লাশের অপেক্ষায় আছেন ছেলে প্রীতম ঘাগ্রা (১৯), প্রতীক ঘাগ্রা (১৫) ও প্রতীম ঘাগ্রা (১২)। 

গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল ইউনিয়নের ছোটকুমিরা এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ছোট মনগড়া গ্রামের রতন নকরেক (৪৫) নিহত হন। তার বাবার নাম ক্ষিতিশ রংদী।

বোববার দুপুরে সরেজমিন দেখা যায়, বাড়িতে কিছু আত্মীয়স্বজন বসে আছেন। কেউ কাঁদছেন, কেউ সান্ত্বনা দিচ্ছেন।  তখনো রতনের লাশ বাড়িতে এসে পৌঁছেনি। স্বামী হারানোর শোকে স্ত্রী কাজলী ঘাগ্রার আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতের বোন প্রীতিলতা নকরেক বলেন, গত ২৫ বছর ধরে রতন এ অক্সিজেন প্ল্যান্টে শ্রমিকের কাজ করছিল। গত সপ্তাহে সে চাকরি ছেড়ে দিয়েছিল।  পাঁচ দিন পর আবারও সে ওই অক্সিজেন প্ল্যান্টেই চাকরি নেন। এই চাকরিই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। রতন ছাড়া তার পবিবারে আর কেউ উপার্জন করেন না। সে শ্রমিকের কাজ করে যা পায় তাই দিয়ে পরিবারের সংসারসহ সন্তানদের লেখাপাড়ার খরচ চলে। সে মারা যাওয়ায় তার সন্তানদের লেখাপড়া অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তার বড় ছেলে প্রীতম এবার এইচএসসি পাশ করেছে, প্রতীক এসএসসি পরীক্ষার্থী, প্রতীম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও মেয়ে ত্রাণফি দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

এইচএসসি চট্টগ্রাম নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম