Logo
Logo
×

সারাদেশ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত সালাউদ্দিনই ছিল পরিবারের ভরসা

Icon

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৫:১৩ পিএম

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত সালাউদ্দিনই ছিল পরিবারের ভরসা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের মো. সালাউদ্দিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পাঠানো টাকাতেই চলতো দরিদ্র বাবার সংসার।

রমজানের আগে বাড়িতে আসার কথা ছিল সালাউদ্দিনের। এর আগেই দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ একটিবার দেখার জন্য বাড়িতে আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছে।

রোববার সকালে কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লরেন্স গ্রামের বাড়িতে গেলে সালাউদ্দিনের স্বজনরা এসব তথ্য জানান।

তিনি একই এলাকার মহিজল হকের বড় ছেলে। তিনি অক্সিজেন প্ল্যান্টের গাড়ি চালক ছিলেন। তার বাবাসহ সৎমা, ২ ভাই ও ৩ বোন রয়েছে।

পরিবার ও স্থানীয়রা জানায়, মহিজল হক লাঠিতে ভর করে চলাফেরা করেন। সালাউদ্দিনের পাঠানো টাকা ও মানুষের কাছে হাত পেতে দুঃখ-দুর্দশায় সংসার চলতো তার। অভাব অনটনে সংসারে বড় ছেলেই ছিল অন্যতম ভরসা। শনিবার রাতে চট্টগ্রাম হাসপাতাল একজন চিকিৎসক বাড়িতে ফোন দিয়ে সালাউদ্দিনের মৃত্যুর খবর জানিয়েছে। সালাউদ্দিনের মৃত্যুতে তার দাদি হাজেরা খাতুনসহ স্বজনরা ভেঙে পড়েছেন।

এদিকে খবর পেয়ে ভোরে মহিজল তার অন্য দুই ছেলে সবুজ হোসেন ও রাকিব হোসেনকে নিয়ে সীতাকুণ্ডে ছুটে গেছেন। 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন প্ল্যান্ট’ নামে একটি প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন নিহত হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম