Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিজিবি সদস্য কারাগারে

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১০:২২ পিএম

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিজিবি সদস্য কারাগারে

জয়পুরহাটে স্ত্রী জান্নাতুল মাওয়া সুরভীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী বিজিবি সদস্য ফিরোজ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে বিজিবি সদস্য ফিরোজ হোসেন জয়পুরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে (সদর) হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক আতিকুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রায় ৪ বছর আগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের সুজাউলের মেয়ে জান্নাতুল মাওয়া সুরভীর সঙ্গে জেলার পাঁচবিবি উপজেলার হরেন্দা এলাকার ইদ্রিস আলীর ছেলে বিজিবি সদস্য ফিরোজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ফিরোজ তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে চাপ দিতে থাকে।

যৌতুক দিতে অস্বীকার করলে রাগ করে তাকে তার বাবার (শ্বশুরবাড়ি) বাড়িতে পাঠিয়ে দিত। এ অবস্থায় গত ২০২০ সালের ২৩ অক্টোবর স্ত্রী সুরভীকে আত্মহত্যার প্ররোচনা দিলে সে মানসিক চাপ সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। 

এ ঘটনায় ওই দিনই স্ত্রী সুরভীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে স্বামী বিজিবি সদস্য ফিরোজের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করা হয়।

জয়পুরহাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম