গৌরীপুরে যুগান্তর পৌর স্বজন সমাবেশের ক্রীড়া প্রতিযোগিতা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর পৌর স্বজন সমাবেশের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার দুর্গাবাড়ি প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
তিনি বলেন, সুস্থভাবে বাঁচতে হলে সুস্থ বিনোদন প্রয়োজন। যুগান্তর স্বজন সমাবেশ সেই কাজ করে যাচ্ছে। তাদের প্রত্যেকটি কাজ প্রশংসার দাবি রাখে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, মো. ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, স্বজন লুৎফা রূপা, মাহমুদা আক্তার লিপি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব প্রমুখ।
