Logo
Logo
×

সারাদেশ

শ্বশুরের ওপর ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন, জামাতা গ্রেফতার

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১০:৩৪ পিএম

শ্বশুরের ওপর ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন, জামাতা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কাজের তাগিদ দেওয়ায় শ্বশুরের ওপর ক্ষিপ্ত হয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে জামাতা আলী আক্তার বেচু মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার সন্ধ্যায় চরএলাহী ইউনিয়ন থেকে বেচু মিয়াকে গ্রেফতার করা হয়ে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান।

এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবী মিয়ার বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। বেচু মিয়া বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ১নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।  

বেচু মিয়ার শ্বশুর নুরনবী অভিযোগ করে বলেন, আমি কৃষিকাজ ও অন্যের মুরগি খামারে কাজ করে কোনোরকমে পরিবার চালাই। আমার বড় মেয়ে নাজমুন নাহারের স্বামী আলী আক্তার বেচু মিয়া দীর্ঘ ২২ দিন আমার বাড়িতে থাকায় আমি সংসার চালাতে হিমশিম খাই। এ কারণে আমার মেয়ের স্বামী বেচু মিয়াকে কাজে যাওয়ার তাগিদ দিই। কাজের যাওয়ার তাগিদ দেওয়ার কারণে সে ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে চলে যায়।

তিনি বলেন, রোববার ভোরে আমি মুরগির খামারে কাজ গেলে এ সুযোগে আমার বসতঘরের চারপাশে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় আমার পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালে থাকা তিনটি গরুও আগুনে পুড়ে মারা যায়।

চরএলাহী ইউনিয়নের ইউপি সদস্য আবদুল জলিল বলেন, আগুনে পুড়ে দরিদ্র কৃষক নুরনবীর বসতঘর পুড়েছে এবং তিনটি গরু মারা যায়। আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। তার জামাই এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকার লোকজন বলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার নিশ্চিত করে স্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত জামাতা বেচু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম