ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১০:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মধুপুরে ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবেশী মামুন (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে।
মামুন মধুপুর পৌর এলাকার জটাবাড়ী গ্রামের জনৈক গোলাপ হোসেনের ছেলে।
ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী নারী অসুস্থ হয়ে পড়েন। সোমবার দুপুর ১২টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহীদ হাসান হিমেল চিকিৎসা দিয়ে ঘটনাটি থানায় অবহিত করেন। পরে ঘটনাটি জানাজানি হয়।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন ওই নারী। এ নিয়ে মধুপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
অভিযোগে জানা গেছে, রোববার সন্ধ্যায় ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। মামুন এ সুযোগে তাকে ধর্ষণ করে। ওই নারীর গোঙানি শব্দ স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এলে মামুন বিপদ বুঝে পালিয়ে যায়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
