Logo
Logo
×

সারাদেশ

ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা, বিয়েতে অস্বীকৃতি জানানোয় গ্রেফতার

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১১:০০ পিএম

ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা, বিয়েতে অস্বীকৃতি জানানোয় গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ার পর বিয়েতে অস্বীকৃতি জানানোয় নারী নির্যাতন মামলায় সুমন অধিকারী (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী গ্রাম থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, গ্রেফতার সুমন অধিকারীর সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার দিবাগত রাতে সুমন অধিকারী ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে গেলে সাধারণ জনতা তাকে আটক করে। এরপর জনতা ওই ছাত্রীকে বিয়ে করতে বললে সুমন অধিকারী বিয়েতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে কোটালীপাড়া থানায় সুমন অধিকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন অধিকারী উপজেলার রামশীল গ্রামের সুজিৎ অধিকারীর ছেলে।

গোপালগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম